Pages

Wednesday, June 16, 2021

Programming Hero Instruction: - 1

ওয়েব কোর্স এ ওয়েলকাম। 

তো, শুরু করে দাও ছোট্ট তিনটা চ্যালেঞ্জ দিয়ে

কোর্স শুরু হবে জুনের ৩০ তারিখ। তখন থেকে সিরিয়ালওয়াইজ কোর্সের মডিউল আসতে থাকবে। (জুন ২৮ তারিখ এ একটা টেস্ট মডিউল আসবে) তবে কোর্স শুরু হওয়ার আগে আকাশের চাঁদ তারা আর জানটুসের রিপ্লাইয়ের অপেক্ষা না করে তিনটা সিম্পল চ্যালেঞ্জ নিয়ে ফেলো। এইগুলা চ্যালেঞ্জগুলা আমাদের কোর্সের অংশ না। তবে ফ্রি টাইমে এইগুলা করে ফেললে কোর্স তোমার জন্য ফুরফুরা হয়ে যাবে। 

.

চ্যালেঞ্জ-১:: টাইপিং স্পিড ৩৫

(সময় দিবা ৩ দিন )

তুমি যদি প্রোগ্রামার/ওয়েব ডেভেলপার/চ্যাটিং মাস্টার/ বা অন্য কোন চাকুরীজিবি হতে চাও না কেনো; টাইপিং তোমাকে করতেই হবে। তাই টাইপিং রিলেটেড একটা চ্যালেঞ্জ তোমাকে নিতেই হবে। সেটা হচ্ছে টাইপিং স্পিড মিনিমাম ৩৫ wpm (word per minute) করা। প্রথমেই চেষ্টা করবে কিবোর্ডে না দেখে দেখে টাইপিং প্রাকটিস করা। আর একদম বিগিনার হলে শিখার জন্য https://www.typing.com এ গিয়ে টাইপিং প্রাকটিস করা শুরু করে দাও। জাস্ট Signup now > Student Signসিলেক্ট করে সিরিয়াল মতো টিউটোরিয়াল দেখে দেখে প্রাকটিস করো।

আর যারা একটু আধটু টাইপিং পারো তারা নিচের লিংকে গিয়ে Start Now তে ক্লিক করে তারপর HTML, CSS বা Javascript এ ক্লিক করে টাইপিং প্রাকটিস করতে থাকো https://www.speedcoder.net/

তারপর https://www.typingtest.com/ এ গিয়ে একটা ৩ মিনিটেড টেস্ট দিয়ে দাও। তারপর তোমার টাইপিং স্পিড টেস্টের রেজাল্ট স্ক্রিনশর্ট নিয়ে এই পোষ্ট এ কমেন্ট করো। আলাদা পোস্ট করার দরকার নাই। জাস্ট এই পোস্ট এ কমেন্ট করো। দেখি জুনের ২৯ এর আগে কে কত স্পিড দেখাতে পারে। জাস্ট তিনদিন চার ঘন্টা করে সময় দিলেই সিস্টেম হয়ে যাবে। সেখানে তোমার স্পিড ৩৫ wpm এর উপরে হলে ভালো হয়। ২৫ হলেও চলবে। তবে কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে টাইপিং একদম বন্ধ করতে হবে। 

.

চ্যালেঞ্জ-২:: w3schools 

(সময় দিবা ৩ দিন )

প্রথমদিন বামচোখ বন্ধ করে https://www.w3schools.com/html/default.asp এই লিংকে যাও। সিরিয়াল ধরে HTML Tutorial থেকে শুরু করে HTML Versus XHTML পর্যন্ত যা আছে সব পড়ে ফেলো। সেখানে কোড ট্রাই করা যায়। সেগুলা করে ফেলো। বুঝা বা না বুঝার দরকার নাই। মিনিমাম ৩০% বুঝলেই হবে। 

দ্বিতীয় দিন ডানচোখ বন্ধ করে https://www.w3schools.com/css/default.asp এ চলে যাও। সেখানে CSS Tutorial থেকে শুরু করে CSS Specificity পর্যন্ত পড়ে ফেলো। বুঝলে ভালো। না বুঝেলেও সমস্যা নাই। এইগুলা সব ধরে ধরে আমরা করবো। তবে আগে থেকে দেখে ফেললে পরে জিনিসগুলা সহজ হবে।  

তৃতীয় দিন দুই চোখ বন্ধ করে মাউস দিয়ে https://www.w3schools.com/js/default.asp এ লিংকে গুতা মারো। সেখানে JavaScript Tutorial থেকে শুরু করে JS JSON পর্যন্ত পড়ে ফেলো। দেখে ফেলো। ট্রাই করো। এগুলা আমরা কভার করবো। তবে আগে একটু খোঁচা দিয়ে দিলা আরকি। 

.

চ্যালেঞ্জ-৩: freecodecamp

(কোর্স শুরু হওয়ার আগে পর্যন্ত যত সময় পাও)

নিজে নিজে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ফ্রি কোড ক্যাম্প। সো, তোমার কাজ হচ্ছে http://freecodecamp.org এ গিয়ে Get Started এ ক্লিক করো। তারপর  Responsive Web Design Certification এর মধ্যে যতটুকু পারো শেষ করতে থাকো। তারপর আরো সময় থাকলে JavaScript Algorithms and Data Structures Certification এর মধ্যে যে টপিকগুলো আছে সেগুলা শিখো। এগুলো তোমাকে ফিউচারে হেল্প করবে।   

.

প্রোগ্রামিং শিখতে গেলে। ওয়েব ডেভেলপার হতে হলে তোমাকে কিন্তু একাধিক রিসোর্স এর সাথে পরিচিত হতেই হবে। আমাদের মেইন কোর্স এর ভিতরে আমরা সেই রকম অনেক রিসোর্স এর কথা বলবো। অনেক ভিডিও এর কথা বলবো। সব সময় চেষ্টা করবে সেগুলা দেখে ফেলতে। যত বেশি উৎসুক হবে। যত ভাবে চেখে দেখার চেষ্টা করবে। এবং যত বেশি সময় দিবে, ওয়েব ডেভেলপার হওয়া তোমার জন্য তত সহজ হবে।  

(কোর্স শুরু হওয়ার আগে এমন আরো কয়েকটা পোস্ট আসবে। যাতে আগে থেকেই সিরিয়াস আর রেগুলার হয়ে উঠার প্রাকটিস শুরু করে দিতে পারো)

No comments:

Post a Comment